![]() |
একুশে মিডিয়া, রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর জন্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
শনিবার (৩ নভেম্বর) বিকেলে গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
মোশতাক আহমেদ বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সই করা চিঠি নিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন কমিশনে গিয়েছিলেন।
চিঠিতে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করতে অনুরোধ করেছেন তিনি।
গেলো ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। তাদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শুরু হয়েছে রাজনৈতিক জোটগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment