![]() |
মোঃ রফিকুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদারের অবসর গ্রহন উপলক্ষ্যে শনিবার বিদায়ী সংবর্ধণার আয়োজন করা হয়েছে।
কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে এ বিদায়ী সংবর্ধণা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ আব্দুর খালেক তালুকদার। বিভাগীয় প্রধান প্রবীর কুমার নাথ এর সভাপতিত্বে ও শিক্ষক পর্ষদের সম্পাদক জাকির হোসেন রিয়াজ ও যুগ্ম সম্পাদক বেদান্ত হালদার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মানপত্র পাঠ করেন অনার্স ১ম বর্ষের ছাত্র মোঃ রাজিব শেখ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, প্রবীর কুমার নাথ, স্বপন কুমার ডাকুয়া, মোঃ রেজাউল করিম, প্রকাশ চন্দ্র দাস, মোঃ এমাদুল হক ও প্রতিষ্ঠাতা ডাঃ আব্দুল খালেক তালুকদার। সভায় বিদায়ী অধ্যক্ষ কলেজের সার্বিক উন্নয়ন, কলেজ সরকারি করণ সহ বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও তিনি অবসর পরবর্তী কলেজের সার্বিক উন্নয়নের জন্য ভবিষ্যতেও সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment