![]() |
এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় শারমিন (১৪) নামে এক জেডিসি পরীক্ষার্থী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
সে উপজেলার গুয়াতলী গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং একই গ্রামের গুয়াতলী মাকানুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার নিয়মিত ছাত্রী হিসেবে জেডিসি পরীক্ষার্থী দিচ্ছিলো চৌগাছা কামিল মাদরাসা কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রে তার রোল নম্বর ৫২৩।
গুয়াতলী মাদরাসার সুপার মাওলানা বাকী বিল্লাহ বলেন, ‘শারমিন খুবই মেধাবী ছিল। ৫ নভেম্বরও পরীক্ষায় অংশ নেয়। বৃহস্পতিবার গণিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। বুধবার সন্ধ্যায় মেয়েটির মা জামেনা খাতুনসহ পরিবারের সদস্যরা লেখাপড়া করতে বকাঝকা করে। শুনেছি ওই সময় সে টিভি দেখছিল। এতে সে অভিমানে নিজের ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।’
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘরের দরজাটা মজবুত হওয়ায় পরিবারের সদস্যরা সেটি ভেঙে ফেলতে একটু সময় লাগে। এতে ওই ছাত্রী ঘটনাস্থলেই মারা যায়।
তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। একুশে মিডিয়া রিপোর্ট।
No comments:
Post a Comment