![]() |
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে নতুন বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণিবিন্যাস পদ্ধতির উপর ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বুধবার (৭ নভেম্বর) সকালে নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এ প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, নড়াইলের সিভিল সার্জন ডাঃ মোঃ আসাদ-উজ-জামান মুন্সী, খুলনা বিভাগীয় কন্ট্রোলার অব এ্যাকাউন্টস মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠান চলাকালে অন্যান্যের সাথে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, নতুন বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণিবিন্যাস পদ্ধতির উপর ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের জ্ঞান থাকা আবশ্যক। কারণ নতুন বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণিবিন্যাস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকলে নানাবিধ সমস্যার উদ্ভব হবে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের আরও বেশি অভিজ্ঞ করে তোলা সম্ভব হবে বলেও তিনি মত প্রকাশ করেন।
No comments:
Post a Comment