![]() |
একুশে মিডিয়া, উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) ২৭৪: নড়াইলের লোহাগড়ায় ৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪তলা বিশিষ্ট থানা ভবনের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, জন প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লোহাগাড় থানা সহ দেশের বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২৬ হাজার ৬শত ৭৫ বর্গফুট বিশিষ্ট এই থানায় অফিসার ইনচার্জের কক্ষ, এসআই, এএসআই, ডিবি, ডিএসবি কক্ষ, কনফারেন্স রুম,মহিলা ব্যারাক, পুরুষ ব্যারাক, নামায কক্ষ, বিনোদন কক্ষ, ওয়েটিং রুম, কিচেন রুম, ডাইনিং রুম, পুরুষ হাজতখানা, মহিলা হাজতখানা, শিশু হাজতখানা, বালক হাজতখানা, পরিদর্শণ বাংলো, আস্রাগার, মালখানা সহ একাধিক কক্ষ রয়েছে।
No comments:
Post a Comment