![]() |
একুশে মিডিয়া, সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে নিজাম-সালেহা স্মৃতি মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ শুক্রবার শালাইপুর উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ১৩ টি প্রাথমিক বিদ্যালয় ও ৫ টি এবতেদায়ি মাদ্রাসার ৫ম শ্রেণির ৫২ জন মেধাবী শিক্ষার্থী প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেধা বৃত্তি প্রদান প্রকল্পের চেয়ারম্যান রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আলী,সহকারী অধ্যাপক লুৎফর রহমান,প্রভাষক আব্দুস সাত্তার,প্রভাষক রেজাউল করিম,পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব,বেসরকারী সংস্থা জাকস'র আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল ওয়াফি,গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক রেজাউল করিম,পল্লীবিদ্যুৎ শালাইপুর উপকেন্দ্রের ইনচার্জ নজরুল ইসলাম প্রমুখ। শিক্ষার মানোন্নয়ন ও নিজাম-সালেহার আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের ছেলে আশরাফ আলী ২০০৭ সাল থেকে অনুষ্ঠানটি পরিচালনা করে আসছেন।




No comments:
Post a Comment