![]() |
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টার পুলিশের বিশেষ অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে। জেলার চারটি থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করা হয়।
জানা যায়, জেলা পুলিশের কন্ট্রোলরুম জানায়, নড়াইল সদর থানায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সাধনসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৬ জন, লোহাগড়া থানায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মিন্টু মোল্যাসহ ৯ জন, কালিয়া থানায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি শরিফুল ইসলাম সহ ৭ জন এবং নড়াগাতী থানা পুলিশ ৮জনকে আটক করে।
নড়াইলের এসপি মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) একুশে মিডিয়াকে জানান, আটকদের নির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment