রাশিফল: মঙ্গলবার দিনটি যেমন কাটবে আপনার?-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 26 November 2018

রাশিফল: মঙ্গলবার দিনটি যেমন কাটবে আপনার?-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)



আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) ২০১৮ইং আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি ধনু, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বৃহস্পতি। ২৭ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর মঙ্গলের প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৯, ১৮, ২৭। আপনার শুভ বর্ণ: লাল ও হলুদ। শুভ গ্রহ ও বার: মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: রক্তপ্রবাল ও পোখরাজ।(((মঙ্গলবারের রাশিফল-একুশে মিডিয়া)))
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মিথুন রাশিতে, সকাল: ৮:৩২ থেকে কর্কট রাশিতে অবস্থান করবে। ৫মী তিথি, রাত: ৩:০২ থেকে ৬ষ্ঠী তিথি চলবে।(((মঙ্গলবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক ক্ষেত্রে কিছু রহস্যজনক ঘটনা ঘটতে পারে। কোনো কুটিল চরিত্রের আত্মীয়ের দ্বারা সংসারে অশান্তির আশঙ্কা প্রবল। চাকরীজীবীদের কাজে কর্মে প্রত্যাশিত অগ্রগতি আশা করা যায়। গৃহিনীদের কেনাকাটার যোগ প্রবল। যানবাহন ক্রয় বিক্রয়ে লাভবান হবেন। যানবাহন ক্রয় বিক্রয় শুভ।(((মঙ্গলবারের রাশিফল-একুশে মিডিয়া)))
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। গার্মেন্টস ব্যবসায়ীরা নতুন অর্ডার পেতে পারেন। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ক্রয়ের সুযোগ পেতে পারেন। ছোট ভাই বোনের বিদেশ যাত্রার যোগ প্রবল। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ কোনো ঝামেলা মোকাবেলা করতে পারেন। প্রতিবেশীর সাথে কোনো বিষয়ে তর্ক বিতর্ক হতে পারে।(((মঙ্গলবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): আজ মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। বকেয়া অর্থ আদায়ের সুযোগ পেতে পারেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো আয় রোজগার হবে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা নানা মূখী ঝামেলায় পড়তে পারেন। কোনো আপ্যায়ণে আংশ নেওয়ার সুযোগ আসতে পারে। সকালের দিকে কোনো ভালো সংবাদ পেতে পারেন।(((মঙ্গলবারের রাশিফল-একুশে মিডিয়া)))
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। মনের মাঝে নানা রকম দুশ্চিন্তা ও হতাশা দেখা দেবে। পরিবারের লোকজনের সাথে অকারণে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন। মনের কু প্রবৃত্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বিদেশ যাত্রার যোগ প্রবল।(((মঙ্গলবারের রাশিফল-একুশে মিডিয়া)))
সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): আজ সিংহ রাশির জাতক জাতিকার দিনটি কিছুটা ব্যয় বহুল থাকবে। কোনো আত্মীয়কে কিছু টাকা ধার দিতে পারেন। প্রবাসীদের আজ দিনটি ভালো যাবে না। আইনগত জটিলতার সম্মূখীন হবার আশঙ্কা রয়েছে। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন। বিদেশ যাত্রায় বাধা বিপত্তি।(((মঙ্গলবারের রাশিফল-একুশে মিডিয়া)))
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। আজ বড় ভাই এর সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। সরকারী চাকরীজীবীদের গোপন উৎস থেকে ধন লাভের যোগ রয়েছে। ব্যবসায় আশানুরুপ অর্থ রোজগার হবে না। কোনো আত্মীয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ঠিকাদারী ও সাপ্লাই এর কাজে বাধা দেখা দেবে।(((মঙ্গলবারের রাশিফল-একুশে মিডিয়া)))
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। চাকরীজীবীদের দিনটি ভালো যাবে। কোনো গুরুত্বপূর্ণ কাজের দ্বায়িত্ব পেতে পারেন। পদস্ত কর্মকর্তার সাথে ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল। বৈদেশীক প্রতিষ্ঠানে কর্মরতদের দিনটি শুভ সম্ভাবনাময়। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি আশা করা যায়।(((মঙ্গলবারের রাশিফল-একুশে মিডিয়া)))
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি তুলনামূলক ভালো যাবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সাফল্য পাবেন। বিদেশে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে যেতে পারেন। পিতার সাথে ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল। সকালের দিকে আর্থিক সঙ্কট দেখা দিলেও তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যাবে। বৈদেশিক বাণিজ্যে আশানুরুপ লাভের আশা করা যায়।(((মঙ্গলবারের রাশিফল-একুশে মিডিয়া)))
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। কোনো আত্মীয়ের অসুস্থতার সংবাদ পেতে পারেন। চাকরীজীবীরা আর্থিক দূর্ণামের বিষয়ে সতর্ক থাকুন। ব্যাংকে কর্মরতদের দিনটি ভালো যাবে না। সিজেনাল অসুখে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাবে। পাওনাদারের টাকা পরিশোধের তাগাদা পেতে পারেন। শেয়ার ব্যবসায় ভালো লাভের সুযোগ পাবেন।(((মঙ্গলবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): মকর রাশির জাতক জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। দাম্পত্য ক্ষেত্রে সকল প্রকার ইগো প্রবলেম ভুলে থাকতে হবে। ব্যবসায়ীদের অপ্রত্যাশিত ধন লাভের যোগ প্রবল। অংশিদারী ব্যবসায় ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় বাধা আসতে পারে। কোনো আত্মীয়ের দ্বারা প্রতারিত হতে পারেন।(((মঙ্গলবারের রাশিফল-একুশে মিডিয়া)))
কুম্ভ রাশি (২১ জানুয়ারী -১৮ ফেব্রুয়ারী): কুম্ভ জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কিছু ঝামেলার সম্মূখীন হতে পারেন। সকালের দিকে সন্তানের কোনো বিষয়ে চিন্তিত থাকবেন। গোপন শত্রুতার কারণে আর্থিক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা। পায়ে বা কোমড়ে আঘাত জনিত পীড়ায় ভুগতে পারেন। কাজের লোকের সাথে কোনো প্রকার ঝামেলা দেখা দেবে।(((মঙ্গলবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): মীন জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পরীক্ষার্থীরা পড়াশোনায় আশানুরুপ ভালো করতে পারবেন না। প্রেমের ক্ষেত্রে অগ্রগতি আশা করতে পারেন। কোনে অসমবয়সী প্রেমিকার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সৃজনশীল পেশাজীবীদের বিদেশে কাজের যোগ প্রবল। শিল্পী ও কলাকুশলীদের মনবাঞ্ছা পূরণ হতে পারে।(((মঙ্গলবারের রাশিফল-একুশে মিডিয়া)))

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages