![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা রবিবার (১১নভেম্বর) সন্ধ্যা ৬টার পর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
তিনি আরও বলেন, রাস্তা বন্ধ করে কোন সমাবেশ করবে না আওয়ামী লীগ। কারণ এই সময়টাতে রাস্তায় অনেক যানজট থাকবে। আদাবরের অনাকাঙ্ক্ষিত ঘটনা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।একুশে মিডিয়া।
No comments:
Post a Comment