এসএসসি ফরম পূরণে ফি নির্ধারণের চেয়ে বেশি চাইলে শিক্ষকের বিরুদ্দে ব্যবস্থা: সরকার-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 7 November 2018

এসএসসি ফরম পূরণে ফি নির্ধারণের চেয়ে বেশি চাইলে শিক্ষকের বিরুদ্দে ব্যবস্থা: সরকার-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে সরকার শিক্ষার্থীদের জন্য ফরম পূরণে ফি নির্ধারণ করে দিয়েছে। শিক্ষকরা বা স্কুল কর্তৃপক্ষ নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করলে ওই শিক্ষার্থী বা তার পরিবার দুর্নীতি দমন কমিশন (দুদক)- এ অভিযোগ করতে পারবেন। দুর্নীতি দমন কমিশন- দুদকের হটলাইন নাম্বার ১০৬-এ অভিযোগ করা যাবে।
সম্প্রতি রাজধানীর একটি স্কুলে শিক্ষার্থী ও তার অভিভাবকদের থেকে এমন অভিযোগ আসার পর মাঠে নেমেছে দুদক।
দুদক বলছে, দুদক হটলাইনে (১০৬) নেওয়া হচ্ছে অভিযোগ। অভিযোগ পাওয়া মাত্র টিম চলে যাচ্ছে অভিযোগ আসা স্কুলগুলোতে। স্কুল কমিটিকে বাধ্য করছেন সরকার নির্ধারিত ফি নিতে।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ নেওয়া সম্পূর্ণ অনৈতিক।
এ জাতীয় অপরাধ যাতে সংঘটিত না হয় এ বিষয়টি কমিশন নজরদারি করছে এবং জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে। অভিযোগ পেলে এসব অপরাধ প্রতিরোধে দুদক নিয়মিত অভিযান চালাবে।
দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, সম্প্রতি রাজধানীর হাজারীবাগ এলাকার সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা-২০১৯ এর ফরম পূরণে নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ চাওয়ায় অভিযান চালিয়েছে দুদক।
‘কমিশনের অভিযান কেন্দ্রের হটলাইন ১০৬ এ, এ মর্মে অভিযোগ আসে এসএসসি পরীক্ষা -২০১৯ এর ফরম ফিলআপের জন্য সরকার নির্ধারিত ফি ১৫০০ টাকার পরিবর্তে সালেহা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ৪ হাজার টাকা করে ফি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই স্কুলে অভিযান চালানো হয়।
তিনি বলেন, অভিযানকালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে টিম সদস্যদের সামনেই স্কুল কর্তৃপক্ষ নতুন নোটিস জারি করেন।
সেখানে বলা হয়,  ব্যবসায় শিক্ষা, মানবিক শাখার ছাত্রদের ফরম পূরণ বাবদ নির্ধারিত ১৮৪০ টাকা এবং বিজ্ঞান শাখার ছাত্রদের নির্ধারিত ১৯৫০ টাকা হারে ফরম পূরণের ফি জমা দিতে হবে।
প্রধান শিক্ষক জানান, এখন থেকে কোনও অবস্থাতেই ফরম পূরণে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণ করা হবে না। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages