![]() |
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), বলেছেন, নড়াইলের চারটি থানায় আগামী সোমবারের (২৪ ডিসেম্বর) মধ্যে লাইসেন্সধারী বৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান। চিঠিতে বলা হয়েছে-৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে সকল বৈধ অস্ত্র জমা নেওয়ার ব্যবস্থার নেওয়া প্রয়োজন। তবে সরকারি বা গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার ক্ষেত্রে এই নির্দেশনার বাইরে থাকবে।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান। চিঠিতে বলা হয়েছে-৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে সকল বৈধ অস্ত্র জমা নেওয়ার ব্যবস্থার নেওয়া প্রয়োজন সকল অস্ত্র সংশ্লিষ্ট নড়াইলের চারটি থানায় নড়াইল সদর থানা, নড়াইলের লোহাগড়ায় থানা, কালিয়া থানা এবং নড়াগাতী থানায় জমা দিতে হবে। নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সকল দফতরে পাঠানো হয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে ভোটের মাঠ সমতল করা।
প্রার্থীদের জন্য সম আচরণের চেষ্টা করা সবার ক্ষেত্রে আইন সমান। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে আলাদা বিশেষ ব্যবস্থা থাকবে। কেন্দ্রে অতিরিক্ত ফোর্স এবং কেন্দ্রের বাইরে স্টাইকিং মোবাইল টিম থাকবে। ইতোমধ্যে বিজিবে কাজ শুরু করেছে। আগামী ২৪ ডিসেম্বর সেনাবাহিনি মাঠে নামবে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment