মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
খাদ্যবান্ধব নীতিমালা-২০২৪ এর আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব ডিলার নিয়োগে স্বচ্ছ ও ন্যায়সংগত প্রক্রিয়া নিশ্চিত করতে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ লটারির ড্র অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও আবেদনকারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব ও উপস্থিতি:
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাবিবুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধ্রুব মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম (সঞ্চালক), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম ইকতিয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণ:
লটারিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, ফারুক হোসেন সামাদ, এফ এম শামীম আহসান ফকির, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, মোঃ ফিরোজ আহমেদ তালুকদারসহ বিএনপি ও জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্য ও আবেদনকারীরাও অনুষ্ঠানে অংশ নেন।
লটারির ফলাফল ও প্রশাসনের বক্তব্য:
খাদ্য মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১৪ অক্টোবর প্রকাশিত ২০৭ নম্বর পরিপত্রের ৮ নম্বর নির্দেশনা অনুযায়ী, যেসব কেন্দ্রে একাধিক যোগ্য প্রার্থী ছিলেন, সেখানে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়।
এদিন উপজেলায় মোট ৪২টি পয়েন্টে ৪২ জন ডিলারকে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। পাশাপাশি কোনো আবেদনকারীর আপত্তি থাকলে প্রমাণ সাপেক্ষে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments:
Post a Comment