সাইদ সাজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে সাবেক স্ত্রীর বাড়ি থেকে বেলাল হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাবেক স্ত্রী চাঁদনী বেগম (২৮), শ্বশুর সুলতান মাহমুদ (৪৮) ও শাশুড়ি ছবিরন (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত বেলালের পিতা আব্দুল মতিন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণ:
মামলার নথি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে— প্রায় ১২ বছর আগে তানোর উপজেলার কামারগাঁ চৌধুরীপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে বেলাল হোসেনের সঙ্গে একই গ্রামের সুলতান মাহমুদের মেয়ে চাঁদনী বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। তবে দীর্ঘদিনের দাম্পত্য কলহের কারণে প্রায় ২ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) হয়। এরপর থেকে আদালতে খোরপোষ সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে।
ডিভোর্সের পর বেলাল দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেন এবং সেখানেও একটি কন্যা সন্তান রয়েছে। তবে তিনি মাঝে মধ্যেই প্রথম সংসারের সন্তানদের দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে যেতেন। নিহতের পরিবার জানায়, বুধবার সকালে বেলাল বাড়ি থেকে বের হন, কিন্তু আর ফেরেননি। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
নিহতের মাথা, হাত ও পিঠে মারধর ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পরিবার দাবি করেছে।
পুলিশের বক্তব্য:
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন,
“নিহত বেলাল হোসেনের সাবেক স্ত্রীর বাড়ি থেকে তার গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং গ্রামজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
No comments:
Post a Comment