রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) :
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত কনস্টেবল মনিরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ২ নম্বর ওয়ার্ডের আকরাম উল্লাহর পুত্র।
বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
লোহাগাড়া থানার এসআই কামাল হোসেন জানান, মোটরসাইকেলযোগে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন মনিরুল। পুলিশের সংকেত পেয়ে তিনি সন্দেহজনক আচরণ করলে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
No comments:
Post a Comment