রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরণের অপরাধ দমন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে রয়েছে লোহাগাড়া থানা পুলিশ। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন থানা পুলিশের কর্মকর্তা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, কোনো অপরাধী বা অন্যায়কে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অপরাধ সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে থানায় খবর দেওয়ার জন্যও তিনি অনুরোধ জানান।
এ বিষয়ে জনগণকে সচেতন করতে এবং অপরাধ প্রবণতা কমাতে তিনি কয়েকটি নির্দেশনা তুলে ধরেন। রাত্রিবেলা অযথা বাইরে ঘোরাফেরা না করার পরামর্শ দেন। লোহাগাড়া এলাকায় সকল ফুটবল টুর্নামেন্ট রাত ১২টার মধ্যে শেষ করতে হবে। এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে দ্রুত পুলিশ প্রশাসনকে জানানোর আহ্বান জানান। অপ্রয়োজনে চায়ের দোকান কিংবা রেস্টুরেন্ট খোলা না রাখার জন্যও সতর্ক করেন, কারণ অপরাধীরা এগুলোকে সুযোগ হিসেবে ব্যবহার করে থাকে।
এছাড়া তিনি বলেন, এলাকার ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসারের নাম, ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহে রাখতে হবে। রাত্রিকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে থানায় নিয়ে এসে যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চুরি, ডাকাতি ও ছিনতাই কমাতে এলাকাবাসীকে নিয়মিত পাহারার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। মোটরসাইকেল যেখানেই রাখা হোক, অবশ্যই ডাবল লক ব্যবহার করতে হবে। ব্যক্তিগতভাবে সিসি ক্যামেরা স্থাপন করে নিয়মিত মনিটরিং চালিয়ে যেতে হবে।
ওসি আরিফুর রহমান আরও বলেন, পুলিশ ও এলাকাবাসী একসাথে কাজ করলে কোনো অপরাধ সংঘটিত হওয়ার সুযোগ থাকবে না। তিনি দৃঢ়ভাবে জানান, লোহাগাড়া থানা সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
No comments:
Post a Comment