মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেইঞ্জ (লজিক) প্রকল্প এর আওতায় ইউনিয়ন ইয়ুথ প্ল্যাটফর্মের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম. ইকতিয়ার উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেইঞ্জ কো-অর্ডিনেটর মোঃ মজিবর রহমান, জেলা লজিক ইয়ুথ গ্রুপের জয়েন্ট সেক্রেটারি-১ মোঃ নাজমুল, সাধারণ সম্পাদক সাগর ঢালী, সিএমএফ সদস্যসহ মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৪৫ জন তরুণ প্রতিনিধি।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণ সমাজকে সম্পৃক্ত করা জরুরি। যুব সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে গ্রামীণ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করার পাশাপাশি পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়ন, বনায়ন, পানি সংরক্ষণ, টেকসই কৃষি ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
সভায় সুইডেন, ডেনমার্ক, ইউএনডিপি, ইউএনসিডিএফ ও ইমপ্যাক্ট ক্যাপিটাল ফর ডেভেলপমেন্ট-এর সহযোগিতার বিষয়টিও উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং স্থানীয় সমস্যা চিহ্নিত করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে মতবিনিময় করেন।
No comments:
Post a Comment