মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন চর খাগরিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৬১৮ পিস ইয়াবা ও ১২৬ গ্রাম গাঁজাসহ মো. পেয়ারা (৪০) নামে শীর্ষ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত পেয়ারা সাতকানিয়ার চর খাগরিয়া চেয়ারম্যানপাড়া ৩নং ওয়ার্ডের নজি মিয়ার ছেলে।
অভিযান বিস্তারিত
সোমবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে রাখা ইয়াবা ও গাঁজাসহ তাকে আটক করা হয়।
সেনাবাহিনীর বক্তব্য
সেনা সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক আসামিকে জব্দ করা মাদকদ্রব্যসহ সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব বলেন, “আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি। গোপন তথ্যের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে, এবং মাদক ব্যবসার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
No comments:
Post a Comment