জোরারগঞ্জে র‌্যাব-৭ এর অভিযান: ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 19 August 2025

জোরারগঞ্জে র‌্যাব-৭ এর অভিযান: ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

একুশে মিডিয়া, প্রতিবেদন:

চট্টগ্রামের জোরারগঞ্জে ্যাব- এর মাদকবিরোধী অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারি আটক হয়েছে। সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি গাড়িও জব্দ করা হয়।

অভিযান বিস্তারিত:

্যাব- জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়- কয়েকজন মাদক ব্যবসায়ী খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকা থেকে সিএনজি যোগে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রাম শহরের দিকে নিয়ে আসছে।

এই তথ্যের ভিত্তিতে গত ১৮ আগস্ট ২০২৫ তারিখে চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন করেরহাট এলাকায় ্যাব- একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সময় সন্দেহজনক একটি সিএনজি গাড়িকে থামার সংকেত দিলে সেটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ্যাব সদস্যরা গাড়ি আটকিয়ে ভেতর থেকে তিনজনকে গ্রেফতার করে।

আটককৃতরা হলেন:


. মোঃ ইকবাল হোসেন মজুমদার (৩৭), পিতা-মৃত নুরুল আলম মজুমদার, সাং-রামগড়।
. সুশান্ত সূত্রধর (৩১), পিতা-বাবুল সূত্রধর, সাং-আনন্দপাড়া।
. মোঃ আলী আজগর লিটন (৩৬), পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-দারোগাপাড়া, রামগড়, খাগড়াছড়ি।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজি গাড়িটি তল্লাশি করে ভেতরে রাখা দুটি প্লাস্টিকের বস্তা একটি ট্রাভেল ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ:


্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেতারা দীর্ঘদিন ধরে সিএনজি ব্যবহার করে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি খুচরা বিক্রি করে আসছিল। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় লাখ ৫০ হাজার টাকা

আইনগত ব্যবস্থা:

গ্রেফতারকৃত আসামি উদ্ধারকৃত মাদক জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ্যাব-৭।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages