![]() |
সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:
১৯৭১ সালে জন্ম নেওয়া বাংলাদেশ নামক দেশটিকে স্বাধীনতা এনে দিতে যারা প্রধান ভূমিকা রেখেছিলেন বাংলাদেশীরা কখনো সেই বীর মুক্তিযোদ্ধাদের ভুলবেনা।
আজ ১৪ ই ডিসেম্বর জয়পুরহাটের পাঁচবিবি থেকে পাকিস্থানী বাহিনীরা পিছু হটে। তারা আত্মসমর্পন করে পাঁচবিবি থানায় তাদের অস্ত্র রেখে পালিয়ে যায়।
মুক্তিযুদ্ধের সময় দেশ স্বাধীনের স্বপ্ন নিয়ে জীবনের মায়া ত্যাগ করে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন অনেক যুবক। তারা পাঁচবিবির সীমান্ত ঘেষা ভারতে গিয়ে সেদেশের সেনাবাহিনী কর্তৃক ট্রেনিং নিয়ে পাঁচবিবি,হিলি,বিরামপুরে পাকহানাদার বাহিনীর সঙ্গে সন্মুখ যুদ্ধে ঝাপিয়ে পড়েন।
এসময় মুক্তিযোদ্ধারা বিরামপুর কাটলা হাটে মাইন পুঁতে রেখে শত্রু পক্ষের ট্রাক ধ্বংস করেন। পাঁচবিবি কড়িয়া চিড়ি নদীর ব্রিজে মাইন বিস্ফোরণ ঘটান। এতে পাক হানাদার বাহিনীর ২ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হন। হানাদার বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে হিলি রেল লাইন উড়িয়ে দিয়েছিল তারা।
উচনা এলাকায় পাকবাহিনীর ক্যাম্পে গোলা নিক্ষেপ করলে শত্রু পক্ষ ক্যাম্প ছেড়ে পাঁচবিবি থানায় চলে আসে।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আব্দুল মোত্তালেবের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সদলবলে পাঁচবিবি থানায় গিয়ে দেখেন হানাদার বাহিনী ৪৫টি রাইফেল রেখে পালিয়ে গেছে। তারা তৎক্ষনাত পাঁচবিবি লাল বিহারী (এল,বি) উচ্চবিদ্যালয়ে বিজয় পতাকা উত্তোলন করেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment