নড়াইলে জেলা বিশেষ শাখার সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়।একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 8 December 2018

নড়াইলে জেলা বিশেষ শাখার সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়।একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলা বিশেষ শাখার সকল অফিসার ও ফোর্সদের সাথে আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮ ডিসেম্বর) নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দীন, নড়াইল জেলা বিশেষ শাখার ডিআইও-১ এস.এম. ইকবল হোসেনসহ জেলা বিশেষ শাখার সকল অফিসার ও ফোর্সবৃন্দ। 
মতবিনিময় চলাকালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, একটি জেলার অপরাধ দমনে জেলা বিশেষ শাখার গুরুত্ব অপরিসীম।
কারণ সর্বপ্রকার গোপন খবরাখবর এ শাখার মাধ্যমে পাওয়া যায়। সুতরাং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে সে লক্ষে জেলা বিশেষ শাখাকে আরও বিশেষ সজাগ দৃষ্টি রাখতে হবে। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্যও তিনি নির্দেশনা দেন। সেই সাথে পূর্বের ন্যায় এবারও আরও বেশি পরিশ্রমের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণের জন্যও তিনি বলেন।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages