শিমুল দেব, চট্টগ্রাম থেকে:
চট্টগ্রামস্থ শাহ সুফি আমানত খান (রহ:)’র মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় হযরত শাহ সুফি আমানত খান (রহ:) এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণায় মাঠে নামেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান চৌধুরী, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবসহ অন্যান্য নেতাকর্মীরা।
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment