এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারে ১৭ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
আটককৃতরা হল- কুড়িগ্রাম জেলার গজেরকুটি গ্রামের খলিলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (২৯), পুর্ব ফুলমতি গ্রামের আলতাব হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩০) ও ফুলবাড়ী গ্রামের সেকেন্দারের ছেলে গোলাম রব্বানী (২৬)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করে জানান যে, প্রতিদিনের ন্যায় আজও হাটিকুমরুল গোলচত্ত্বরে পুলিশ চেকপোষ্ট বসিয়ে পরিবহনে তল্লাশি চলছিল। এসময় কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আশা প্রাইভেকারটি ঘটনাস্থলে পৌঁছলে সেটাকে আটকানো হয়। তল্লাশি চালিয়ে কারটির সিটের নিচ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এব্যাপারে তিঞ্জনকে আটক করা হয় এবং আটককৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment