একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)। বৃহস্পতিবার সকালে সংগঠনটির কার্যালয় রাকসু ভবনের সামনে থেকে একটি প্রভাতফেরী বের হয়।
পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আহমেদ ফরিদের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি মর্তুজা নুর বলেন, একুশ আমাদের অহংকার। একুশ আমাদের চেতনা। আজকে সেই ২১ শে ফেব্রুয়ারি যেদিন আমার ভাইয়েরা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিল।
মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করার ইতিহাস শুধু বাঙালি জাতির রয়েছে। আমরা একুশ শুধু বুকে লালন করি না। আমরা এই একুশের চেতনা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পেরেছি। আন্তর্জাতিকভাবে আমরা স্বীকৃতি অর্জন করেছি। সারা বিশ্বে বাংলা ভাষা আজ মাথা উচু করে দাঁড়িয়েছে। দল, মত নির্বিশেষে আজকের এই দিনটি উদযাপন করা হয়। এর আগে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সমাবেশে রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা আলী ইউনুস হৃদয়, সহ-সভাপতি ইয়াজিম পলাশ, হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল সায়েম, মমিনুর মমিন, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অন্তর রায় প্রণব, প্রচার সম্পাদক ওয়াসিফ রিয়াদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment