ঝিনাইদহের শৈলকুপায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণ করেন বিশিষ্ঠ সমাজসেবিকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের কন্যা ফারজানা উর্মি।এ হুইল চেয়ার বিতরণকালে প্রধান অতিথি ছিলেন এমপি আব্দুল হাই।
![]() |
এমপি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং সম্পদ। তাদের অবহেলা করা যাবে না।একটু সহযোগিতা ও পরিচর্যায় তারাও দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করতে পারে।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ২নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
একুশে মিডিয়া/এ
No comments:
Post a Comment