একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:
ফোকলোর বিভাগের শিক্ষার্থী সোহানা আফরিনকে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকীকে সাধারণ সম্পাদক করে বিতর্ক সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবেটারস্ (গোল্ড বাংলাদেশ) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনের ৩০২ নম্বর কক্ষে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি সোহরাব হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাহমুদুল হাসান, এজাজ আহমেদ, দেলোয়ার হোসেন মুন্না ও আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কাওছার হোসাইন ও রিফা রাফিয়া রাখি, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক লিমন ইসলাম, কোষাধ্যক্ষ দেব্যিন্দু বিশ্বাস, দপ্তর সম্পাদক জান্নাতুল জান্নাত, প্রচার সম্পাদক আবিরুল ইসলাম, পাঠচক্র বিষয়ক সম্পাদক খন্দকার নাছিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজরীন মেধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর খন্দকার।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন, সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি আলী ইউনুস হৃদয়, ক্যারিয়ার ও বিতর্ক কর্মশালা বিষয়ক সম্পাদক সাগর সাহা ও গোল্ড বাংলাদেশ‘র সদস্যরা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment