উৎসবমুখর পরিবেশে যশোর সরকারি মহিলা কলেজে দিনব্যাপি পিঠা উৎসব হয়েছে। আজ (১১-০২-১৯) সোমবার কলেজ প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবের উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এম. হাসান সরোওয়ার্দী।
এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া, যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোহাম্মদ হাসান, মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু প্রমুখ।
এ উৎসবে ছাত্রীরা ভাবা, চিতই, নকশী, রসমালাই, কুলি সহ হরেক রকমের পিঠা পুলি প্রদর্শন করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment