রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে আশরাফুল আলম আশরাফ ১১ হাজার ৫শত ৭৯ পেয়ে জয়লাভ করেছে। তার নিকটতম হয়েছেন মোবাইল প্রতীক মোস্তাফিজুর রহমান বিজু ৩ হাজার ৯ শত ৮৮ পেয়েছি। বৃষ্টি বাধা উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্ষন্ত প্রথম শ্রেণির এই পৌরসভার ১৯ কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্টিত হয়। গেল বছরের ২২ সেপ্টেম্বর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার মেয়র পদটি শুন্য হয়ে যায়।
এ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আশরাফুল আলম আশরাফ নৌকা প্রতিক এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু মোবাইল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকতা সুবর্না রানী সাহা জানান, কালীগঞ্জ পৌরসভার এবার মোট ভোটার ৩৮ হাজার ৫শ ৮৮ জন। কেন্দ্র ছিল ১৯ টি। বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতিকে ১১হাজার ৫শত ৭৯ ভোটে আশরাফুল আলম আশরাফ। এছাড়া নির্বাচনে ৯ জন মেজিস্ট্রেটের নিয়ন্ত্রনে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা দ্বায়িত্ব পালন করছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment