প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোঃ আশরাফুল আলম কে সভাপতি এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহদী হাসানকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এক বছর মেয়াদী প্রাথমিক কমিটি ২০১৯ গঠিত হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ক্লাবের ৪র্থ বর্ষপূর্তি এবং নবীনবরন উদযাপন শেষে কমিটি ঘোষণা করেন সায়েন্স ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ তারিকুল হাসান স্যার।
নব গঠিত কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আরিফুল ইসলাম ও দ্বীপ অধিকারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মারুফ ও নাসির মাহমুদ, কোষাধ্যক্ষ ইশরাত জাহান খান চৌধূরী ঈশিতা, সাংগঠনিক সম্পাদক সৌরভ পাল ।
কমিটি ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা প্রফেসর ড. মো সাদেকুল আরেফিন মাতিন, ক্লাবের স্থায়ী কমিটির প্রধান (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম, সদ্য বিদায়ী সভাপতি আহসান হাবীব এবং ক্লাবের উপদেষ্ঠাসহ অন্যান্যরা।
এদিকে নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, রাবি শাখা ছাত্রলীগ, প্রেসক্লাব, ক্যারিয়ার ক্লাব, নবজাগরন ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment