রাবিতে উৎসবমূখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 10 February 2019

রাবিতে উৎসবমূখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত। একুশে মিডিয়া


 একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমূখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। পরে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা সরস্বতী পূজার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। এসময় তারা বিদ্যার দেবী সরস্বতীর কল্যাণে সমাজে শিক্ষা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার আরো বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক বিশ্বনাথ শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।
আলোচনা সভায় আলোচক ছিলেন অধ্যাপক ইমেরিটাস অরুণ কুমার বসাক, অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমূখ।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages