একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:>>>
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের মালিপাড়া গ্রামে অনুমোদনহীন ভাবে ইটভাটা চালানো ও কাঠ পোড়ানোর অপরাধে ভাই ভাই বিক্সস নামের একটি ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ অভিযান পরিচালনা করেন। এসময় ভাটার চিমনী ভেঙ্গে দেওয়া হয়।
আদালতের বিচারক জানান, দীর্ঘদিন ধরে অনুমোদন না নিয়ে ভাটা মালিক ইটভাটা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে অবৈধ ভাবে কাঠ পোড়াচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সতত্যা পাওয়া গেলে মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং ব্যারেল চিমনি ভেঙ্গে ফেলা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment