আশুলিয়া চারাবাগে দুর্ধর্ষ চুরি: লুট ১২ লাখ। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 10 February 2019

আশুলিয়া চারাবাগে দুর্ধর্ষ চুরি: লুট ১২ লাখ। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আশুলিয়া প্রতিনিধি:>>>
শনিবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়া চারাবাগে অপু ইলেক্ট্রনিক্স শোরুমে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
অপু ইলেক্ট্রনিক্স এর মালিক চুরি যাওয়া ঘটনার সত্যতা শিকার করে বলেন, চোর চক্র শোরুমের তালা ভেঙ্গে মোবাইলফোন, এলইডি টিভি, মনিটর, ল্যাপটপ ও নগদ টাকা সহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করেছে।
এ ঘটনার পিছনে পূর্বশত্রুতার জের ও সিকিউরিটি গার্ডের যোগসাযোগ থাকতে পারে। ঘটনা ঘটার ৩০ মিনিট পর সিকিউরিটি গার্ডের চুরি হবার খবর দেয়া এটাও সন্দেহ জনক।
এছাড়াও দোকানের ম্যানেজার ইমনকে প্রায়শই কিছু বখাটে হুমকি ধামকি দিয়ে আসছিল। এ ঘটনায় তারা জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ বিযয়ে আশুলিয়া থনায় একটা চুরির অভিযোগ ডায়েরী করা হয়েছে।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছেন যে, অভিযোগ ডায়েরীর ভিত্তিতে আসামী ধরতে তৎপর রয়েছে পুলিশ। এ ঘটনায় যে বা যাহারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages