সবুজ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি:>>>
উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের বেলকুচিতে ১৪ জন প্রার্থী মানোনয়ন পত্র দাখিল করেছে। সোমবার উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার জায়দা খাতুনের কাছে এ মনোনয়ন পত্র দাখিল কর হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত দলীয় প্রার্থী মোহাম্মাদ আলী আকন্দ এবং স্বতন্ত প্রার্থী হিসাবে সাবেক বেলকুচি কলেজে সাবেক ভিপি, নুরুল ইসলাম সাজেদুল, মীর সেরাজুল ইসলাম ও আনোয়ার হোসেন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
> এদিকে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদটি দুটি উন্মুক্ত থাকায় প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র বেশ উৎসাহের সাথে জমা দিয়েছেন। এরা হলেন,ইউসুফ আলী শেখ, ফারুক সরকার,হাজী পিয়ার হোসেন,আব্দুর রাজ্জাক সরকার, আতাউর রহমান, আলহাজ আলী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস বেগম ঊষা, নারগীছ খাতুন,রত্না হান্নান, সুলতানা রাজিয়া মিলন। আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৫ম উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বেলকুচি উপজেলার প্রায় ২ লাক্ষ ৪০হাজার ভোটার ৮৪ টি কেন্দ্র তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment