এম.হাসনাইন আহমেদ হাওলাদার:
বিজ্ঞপ্তি অনুযায়ী ০৭ পদে সর্বমোট ১৩ জনকে নিয়োগ দেবে এ প্রকল্পটি।
০১। জেলা সমন্বয়কারী: ১জন, বয়স ৩০- বছরের উর্ধ্বে।
০২। উপজেলা সমন্বয়কারী:১ জন, বয়স ৩০- বছরের উর্ধ্বে।
০৩। কর অফিসার: প্রতি ইউনিয়ন পরিষদের জন্য ১জন, বয়স ১৮-৩৫ বছর।
০৪। সহ-কর অফিসার: প্রতি ইউনিয়ন পরিষদের জন্য ২জন, বয়স ১৮-৩৫ বছর।
০৫। আইটি অফিসার: পদ সংখ্যা ৫ জন, বয়স ১৮-৩০ বছর,(আঞ্চলিক কার্যালয়ের জন্য)।
০৬। একাউন্ট অফিসার: পদ সংখ্যা ২ জন, বয়স ১৮-৩০ বছর,(আঞ্চলিক কার্যালয়ের জন্য)।
০৭। রিসিপসনিষ্ট: পদ সংখ্যা ১ জন, বয়স ১৮-৩০ বছর,(আঞ্চলিক কার্যালয়ের জন্য)।
- প্রার্থীদের ভোলা জেলার যে কোন ইউনিয়নে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোন প্রকার টিএ.ডিএ প্রদান করা হবে না।
- অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
- এই নিয়োগ- পরিবর্তন, পরিবর্ধন, বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
আঞ্চলিক পরিচালক জি.ই.ডি ফাউন্ডেশন কলেজ রোড, কুঞ্জেরহাট বাজার,
বোরহানউদ্দিন ভোলা। জরুরী যোগাযোগঃ ০১৯২২ ১১৯২২৬-০১৭৩৮ ৩২৪৬৫৭।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment