শফিউর রহমান সেলিম,ময়মনসিংহ প্রতিনিধি:>>>
সোমবার সন্ধ্যায় ফুলবাড়িয়া উপজেলার পাটিার-হুরবাড়ি সড়কে কাঠভর্তি ট্রলি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী জহর উদ্দিন (২৮) নিহত হয়েছে।
নিহত ব্যবসায়ী সোয়াইতপুর গ্রামের হাফেজ আলীর পুত্র। তিনি সোয়াইতপুর বাজারে মুরগির খাদ্যের ব্যবসা করেন। ঘাতক ট্রলির চালক ইয়াসিন আলী,হেলপার মনির ও সুমনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
সোয়াইতপুর বাজার থেকে বিকালে কাঠ ভর্তি করে ট্রলি গাড়িটি নিয়ে ময়মনসিংহের যাবার পথে হুরবাড়ি ঈদগা মাঠ সংলগ্ন সড়কে মোটরসাইকেল আরোহী যুবলীগ নেতা জহর উদ্দিনকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ফুলবাড়িয়া থানার এস,আই লাল মাহমুদ বলেন, ট্রলিগাড়ি,চালকসহ তিনজন আটক করা হয়েছে। মামলার বিষয়ে নিহত ব্যবসায়ীর অভিভাবকদের সাথে কথা বলা হচ্ছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment