মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহারে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে চারটি শ্যালো মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়। উপজেলা লটাখোলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা খাতুন ভ্রাম্যমান আদালতরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
জানাযায় , মঙ্গরবার দুপুরে উপজেলার লটাখোলা বড় ব্রিজ সংলগ্ন খাল থেকে ভূমিদস্যুরা অবৈধ ড্রেজার দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে। দোহার উপজেলা প্রশাসন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে চারটি শ্যালো মেশিন জব্দ করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ভ্রাম্যমাণ আদালত আসার সংবাদ পেয় বালুখেখোরা পালিয়ে যায়। আদালতের এই অভিযানে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি প্রশাসন। এসময় বালু উত্তোলনের ব্যবহারিত পাইপগুলো ধ্বংস করা হয়।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment