মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:>>>
ঢাকার নবাবগঞ্জে একটি অভহেলিত ব্রিজের বুকফাটা কান্নার শব্দ শোনছেনা কেউ । দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে ভাঙা পা নিয়ে গজারিয়া খালের উপর দাড়িয়ে আছে। ব্রিজের দুই পাশে মাটি না থাকায় কোন যানবাহন নিয়ে চলাচল করতে পারছেনা এলাকাবাসি। তারা এই ভোগান্তি থেকে মুক্তি পেতে চায়। জানাযায়, নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গজারিয়া গ্রামের খালের উপর প্রায় দুই যুগের বেশি সময় ধরে ভাঙা পা নিয়ে দাঁড়িয়ে একটি অভহেলিত ব্রিজ নীরবে কাঁদছে। ব্রিজটির বুকফাটা কান্নার শব্দ শোনছেনা জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন।
ব্রিজটির দুই পাশে মাটি না থাকায় এলাবাসি যানবাহন নিয়ে চলাচল করতে পারছেনা। এই ভাঙা ব্রিজটির উপর দিয়ে প্রতিদিন পায়ে হেটে আসা -যাওয়া করছে প্রায় দুই হাজার লোক। স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন জানায়, প্রায় চব্বিশ -পঁচিশ বছর আগে মো: কাদের চেয়ারম্যান আর এলাকাবাসীর উদ্যোগে স্থাপিত হয় ব্রিজটি। এই ব্রিজটি হওয়ায় কয়েকটি গ্রামের প্রায় বিশ হাজার বসতির মাঝে আত্মীয়র বন্ধন সৃষ্টি হয়েছে। এই ব্রিজটি দিয়ে প্রতিদিন প্রায় ২হাজার থেকে ৩হাজার লোক যাতায়াত করে। ব্রিজের দুই পাশে মাটি না থাকার কারনে মোটর সাইকেল, রিক্সা ও ইজিবাইক নিয়ে কেউ যেতে পারেনা। তাই এলাকাবাসির দাবি আমাদের এই ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক।
No comments:
Post a Comment