ফটিকছড়ি অন্ত:সত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার, আটক ২। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 12 March 2019

ফটিকছড়ি অন্ত:সত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার, আটক ২। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:>>>
ফটিকছড়ির সুয়াবিলে চন্দ্রাধর (২০) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ রবিবার ( ১০ মার্চ ) উপজেলার ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া এলাকার দক্ষিণ হিন্দু পাড়া থেকে ভূজপুর থানা পুলিশ এই লাশ উদ্ধার করে । 
নিহতের স্বজনদের  অভিযোগ শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে । এই ঘটনায় নিহতের স্বামী ও ননদকে আটক করা হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর পূর্বে বোয়ালখালীর গুমদণ্ডি এলাকার মৃদুল ধরের মেয়ে চন্দ্রাধরের সাথে ফটিকছড়ির ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া দক্ষিণ হিন্দু পাড়ার সুনীল ধরের পুত্র সুরঞ্জিত ধর প্রকাশ বাবলার বিয়ে হয়। 
মৃত চন্দ্রাধর'র পরিবার থেকে জানান,  বিয়ের পর শ্বশুর বাড়ির লোকের যৌতুকের জন্য আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করতো । যৌতুকের টাকার জন্য তাদের মেয়েকে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। 
চন্দ্রাধর এর বিয়েতে প্রায় ছয় লক্ষ টাকা খরচ করে বিয়ে দেয় তার পরিবার । বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন যৌতুক দাবি করে চন্দ্রাধর'কে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল । 
হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলে ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী ও ননদকে আটক করা হয়েছে । এটা হত্যা নাকি আত্নহত্যা তা ময়নাতদন্তের পর বলা যাবে।'
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে স্বামী সুরঞ্জিত ধর সহ ৬ জনকে আসামী করে ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে ।




একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages