একুশে মিডয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাজাহানপুর উপজেলা (বগুড়া) সমিতির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম ওয়াজেদ আলী একাডেমিক ভবনের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাণীবিদ্যা বিভাগে অধ্যাপক ড. গোলাম মোস্তফা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, শিক্ষা ও সভ্যতায় এগিয়ে যাবে। শাহজানপুর থেকে রাবিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা নিতান্ত গরিব তাদের আর্থিক ও অন্য যেকোনও সহায়তায় আমরা প্রস্তুত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনিস্টিউটের অধ্যাপক ড. গোলাম মোস্তফা, আরবী বিভাগের অধ্যাক মো. আবু বকর সিদ্দিক ও সহকারী অধ্যাপক আল-অমিন প্রমুখ।
এদিন নবীন বরণের পাশাপাশি বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শাজাহানপুর উপজেলা সমিতি।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment