বাঁশখালীতে সিভাসু’র উদ্যোগে বিনামূল্যে পশু চিকিৎসা ও শিক্ষার্থীদের শিক্ষোপকরণ বিতরণ। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 11 March 2019

বাঁশখালীতে সিভাসু’র উদ্যোগে বিনামূল্যে পশু চিকিৎসা ও শিক্ষার্থীদের শিক্ষোপকরণ বিতরণ। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে গত ৯ মার্চ শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন কর্মসূচী পালন করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল বিশ^বিদ্যালয় ( সিভাসু)’র শিক্ষক ও শিক্ষাথীরা। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কার্য্যালয়ের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
সিভাসু’র শতাধিক ডিভিএম গ্র্যাজুয়েটেড মাস্টার্সরত শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত চিকিৎসা সেবায় ৬০ জন গরুর মালিককে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ, ভ্যাকসিন ও ভিটামিন দেয়া হয়। পরে উপজেলা সদরের বাঁশখালী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৮ জন পঞ্চম শ্রেণির শিক্ষাথীদেরকে শিক্ষোপকরণ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদেরকে ভেটেরিনারি শিক্ষার সাথে পরিচিতি, ব্যক্তিগত সচেতনতা, কুইজ প্রতিযোগিতাসহ নানামুখি সচেতনতামূলক কর্মসূচী পালন করা হয়।
এ বিষয়ে বিভিন্ন কর্মসূচীতের বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ ওয়ারেস কামাল, সিভাসু’র অধ্যাপক ড. মো. আহাসানুল হক, অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান, সহকারি অধ্যাপক ড. শাজেদা আক্তার, সহকারি অধ্যাপক ড. তানজিলা হাসান, ডা. সেতু ভূষণ দাশ।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages