সবুজ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ ম উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮ টা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত মোট ৯৫ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়।এই নির্বাচনে নৌকাকে ব্যাপক ব্যবধানে হারিয়ে স্বতন্ত্রপ্রার্থী নুরুল ইসলাম সাজেদুল জয়ী হয়েছেন ।
উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২লক্ষ ৪০ হাজার ২ শত ৫৪ টি। তার মধ্যে ভোট কাষ্ট হয় ৮৭ হাজার ২ শত ৯৩ টি। উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীগের মনোনীত ও স্বতন্ত্র সহ প্রার্থী ছিল মোট ৪ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছিলেন ৪ জন। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ন নির্বাচনে ২৫ ভোটের ব্যবধানে স্বতন্ত্রপ্রার্থী নুরুল ইসলাম সাজেদুল (দোয়াত কলম) প্রতিক নিয়ে ৩৭ হাজার ৭শ ৪৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী হিসাবে(আনারস) প্রতিক নিয়ে ৩৭ হাজার ৭ শ ২৩ ভোট পেয়ে মীর সেরাজুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেন।নৌকা প্রতিক নিয়ে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী আকন্দ ৯ হাজার ৮ শত ৩৩ ভোট পেয়ে ৩য় স্থান অধিকার করেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ইউসুফ আলী শেখ (উড়োজাহাজ) প্রতিক নিয়ে ২৬ হাজার ৭শ ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (তালাচাবি) প্রতিক নিয়ে আতাউর রহমান২৫ হাজার ৫শ ৫০ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন । ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে রত্না বেগন (ফুটবল) প্রতিক নিয়ে ৬১ হাজার ৮শ ৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতি নার্গিছ খাতুন (কলস) প্রতিক নিয়ে ১৩ হাজার ৩ শ ৯৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবুল হোসেন জানান,বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী চেয়ারম্যান পদে নুরুল ইসলাম সাজেদুল ৩৭ হাজার ৭শ ৪৮ ভোট , ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ইউসুফ আলী শেখ ২৬ হাজার ৭ শ ২১ ভোট ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে রত্না বেগম ৬১ হাজার ৮ শ ৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
No comments:
Post a Comment