একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন উপলক্ষে ডাকা সংলাপে অংশ নিতে আসছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিতব্য এই সংলাপে তাদের ৭ সদস্যের একটি টিম অংশ নিবে বলে জানিয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান।
কামরুল হাসান বলেন, সংলাপে অংশগ্রহণের জন্য আমাদের চিঠি দিয়ে ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সংলাপে যাব। সেখানে গিয়ে আমাদের দাবিগুলো তুলে ধরব। তবে আমি রাজশাহীর বাইরে থাকার কারণে যেতে পারব না। আমাদের অন্য যে নেতাকর্মীরা রাজশাহীতে আছেন, তাদের মধ্য থেকে ৭ জন সংলাপে যাবে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাকসু সংলাপ কমিটির সভাপতি অধ্যাপক লুৎফর রহমান বলেন, ছাত্রদলকে সংলাপে আসার জন্য বলা হয়েছে। সংলাপে আসতে ক্যাম্পাসে তাদের কেউ যাতে কোনো রকমের সমস্যা করতে না পারে সেই ব্যবস্থা নেয়া হবে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment