ইউটিউবের পক্ষ থেকে দ্বিতীয় সিলভার প্লে বাটন পেল ১৯ বছরের ফটিকছড়ির তানভীর। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 7 March 2019

ইউটিউবের পক্ষ থেকে দ্বিতীয় সিলভার প্লে বাটন পেল ১৯ বছরের ফটিকছড়ির তানভীর। একুশে মিডিয়া


ফোরকান মাহমুদ, চট্টগ্রামের ফটিকছড়ি থেকে”>>>
সকাল, সন্ধ্যা কিংবা অলস দুপুর- টেলিভিশনের পর এখন যদি বিনোদনে প্রিয় কোনো মাধ্যমের কথা বলা হয় তবে প্রথমেই যে নামটি আসবে তা হলো, ইউটিউব।
ইউটিউব সাইটে অনেকেই নিয়মিত বিনোদনমূলক, শিক্ষামূলক, প্রযুক্তিবিষয়কসহ নানা ধরনের ভিডিও আপলোড দিচ্ছেন। আর এভাবেই এই প্ল্যাটফর্মকে কেউ কেউ অর্থ উপার্জনের মূল মাধ্যম হিসেবেই বেছে নিচ্ছেন। তাই সারা বিশ্বজুড়েই ইউটিউব প্ল্যাটফর্মের এতো জনপ্রিয়তার রাজত্ব।
বিশ্বের কাছে ব্যাপক জনপ্রিয় যুক্তরাষ্ট্রভিত্তিক ইউটিউব তাদের প্ল্যাটফর্মের জনপ্রিয় চ্যানেলগুলোকে সম্মানিত করে থাকে। যারই অংশ হিসেবে ইউটিউব থেকে দ্বিতীয় ‘সিলভার প্লে বাটন’ সম্মাননা পেয়েছে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার কাঞ্চন নগরের ১৯ বছর বয়সী তরুণ ইউটিউবার আজিজুর রহমান তানভীর।
আজিজুর রহমান তানভীর ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হওয়ায় গত ২০ ফেব্রুয়ারি , তাকে দ্বিতীয় এ সম্মাননা দিয়েছে ইউটিউব। এর আগে ২০১৮ সালের ৮ এপ্রিল প্রথম সিলভার প্লে বাটনের খেতাব অর্জন করেন তিনি।
আজিজুর রহমান তানভীরের কাছে ইউটিউব এর দ্বিতীয় সিলভার প্লে বাটন সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেনঃ আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা টা সবসময় অাল্লাহর উপর। সকলের দোয়া ও ভালবাসায় সাফল্যের শিকড়ে অারোহন করেছি। ক্ষুদ্র জীবনে, অল্প সময়ে এতটা সফলতা লাভ করব কখনও ভাবতে পারিনি। সকলের অজস্র দোয়া ও ভালবাসা ছিল বলে সম্ভব হয়েছে। গত ৯ এপ্রিল ২০১৮ সালে ইউটিউব কর্তৃপক্ষ হতে একটা সিলভার প্লে বাটন অর্জনের পর কিছুদিন আগে গত ২০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে ১০ মাসের ব্যবধানে অারেকটা সিলভার প্লে বাটন অর্জন করেছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের দোয়ায় কয়েক মাস পরে একটি গোল্ডেন প্লে বাটন অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ১লাখ সাবস্ক্রাইবার হলে ইউটিউব কর্তৃপক্ষ আমেরিকা থেকে একটি সিলভার প্লে বাটন পাঠায়। আর ১০লাখ সাবস্ক্রাইবার হলে গোল্ডেন প্লে বাটন পাঠায়।
জীবনে ব্যর্থ বলতে কোন শব্দ নাই। তীব্র ইচ্ছা ও সীমাহীন চেষ্টার মাধ্যমে অামাদের জীবনে সফলতা নেমে অাসে। প্রতিটা ব্যর্থতার পর চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যে সফলতা নিহিত রয়েছে। অামার এই ক্ষুদ্র সফলতা তার বিপরীত নয়। প্রচন্ড ইচ্ছাশক্তি ও চেষ্টার দরুন অাজ সফল হয়েছি অামি। তাই ব্যর্থতায় হতাশ হতে নেই কখনও ইচ্ছাশক্তি ও চেষ্টা কখনও বৃথা যায়না।
যে কোন সফলতা দ্বার উন্মোচন করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে তরুণ সমাজ। তারুণ্যে অান্তরিক স্বৎইচ্চা ও প্রচেষ্টায় যে কোন কাজের সফলতা পেতে সহায়তা করে। প্রচন্ড ইচ্ছাশক্তি ও অান্তরিক প্রচেষ্টায় যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হয়। তা একমাত্র তরুণরা সাধন করতে পারে। কোন কাজে এগিয়ে নিতে গিয়ে পিছপা হয়ে গিবআপ না করে বরং চেষ্টা অব্যাহত রাখলে সাফল্য ধরা দিবে সুনিশ্চিত।
নিজেকে নিয়ে গর্ব করার মত কিছু অামার নেই, অামার সফলতা এসেছে সবসময় অামার বাবা-মা ও অামার শুভাকাঙ্ক্ষীদের সেই সাথে আপনাদের দোয়ার কারণে।
চট্টগ্রাম জেলার এই ফটিকছড়ি উপজেলার মধ্যে সর্বপ্রথম এই সিলভার প্লে বাটন উপহার হিসেবে পেয়েছেন কাঞ্চন নগরের আজিজুর রহমান তানভীর। এটা ফটিকছড়ি উপজেলার কাছেই শুধু নয়, সমগ্র চট্টগ্রামের জন্য এক অন্যতম ভালোলাগা ও গর্বের বিষয়।
পরিশেষে তিনি সকলের দোয়া কামনা করে বলেন, সবাই দোয়া করবেন যাতে আমার এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারি।
 
 
 
 
 
একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages