সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভোলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 16 March 2019

সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভোলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ। একুশে মিডিয়া


মোঃ আরিয়ান আরিফ, ভোলা:>>>
নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ মুসল্লির শাহাদাতের ঘটনার প্রতিবাদে এবং দোষিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইসলামী আন্দোলন ভোলা জেলা।
শনিবার বিকেলে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসুচি অনুযায়ী এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন ভোলা জেলার সভাপতি মৌলভি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ভোলা হাটখোলা মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভোলা সদর রোড, বাংলা স্কুল মোর প্রদক্ষিন করে নতুন বাজার চত্বরে এসে শেষ হয়। এসময় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলার সিনিয়র সহ সভাপতি মাও: তাজউদ্দিন ফারুকি, সহ সভাপতি মাও: মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাও: তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাও: ইউসুফ আদনান, মাও: আবুল বাসার, মাও: রাকিবুল ইসলাম ফারুকি প্রমুখ।
বক্তরা হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবি করে বলেন, নিউজিল্যান্ড সরকার, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্পদায় অবিলম্বে যদি এই হামলার বিচার না করে, বিচারের নামে প্রহসন সৃষ্টি করে তা হলে সারা বিশ্বে সহিংসতা আরো বৃদ্ধি পাবে। মুসলিমরা শান্তি প্রিয়, কিন্তু যদি কেউ এই শান্তি ভঙ্গের চেষ্টা করে তাহলে সন্ত্রাসী ও তাদের মদত দাতারাও শান্তিতে থাকতে পারবে না। তাই এই হামলার সাথে জরিতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যাবস্থা করতে হবে ।
এসময় ইসলামী আন্দোলন ভোলা পৌরশাখার সভাপতি মাও: আতাউর রহমান মোমতাজি, ইসলামী আন্দোলন ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক মুফতি আবদুল মমিন, মাও: নুরুল আমিন আশ্রাফি সহ ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র, যুব, শ্রমিক আন্দোলন নেতৃবিন্দসহ সর্বস্থরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages