একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:>>>
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন উত্তর বাহারচরা ফুটন্ত কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০১৯ ফাইনাল খেলা ২৬-০৩-২০১৯ ইংরেজি বিকাল ৪ টায় অনুষ্টিত হয়। উক্ত খেলায় কদম রসুল সমুদ্র সৈকত ফুটবল একাদশ খানখানাবাদ ফুটবল একাদশকে ১ গোলে হারিয়ে কদমরসুল সমুদ্র সৈকত ফুটবল একাদশ শিরোপা অর্জন করেন। উক্ত খেলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি ও ০৪ নং বাহারচরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান- জনাব,মাস্টার লোকমান আহমদ,বিশেষ অতিথি আলী হায়দার রনি,দেলোয়ার আজিম,ইলিয়াছ তালুকদার,জামশেদ আকবর চৌধুরী,জালাল, উদ্দীন, ও নসিম ফারুক, সভাপতিত্ব ০৪ নং বাহারচরা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের মেম্বার জনাব,ওসমান গনি।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment