লালমনিরহাট হাসপাতালে শিক্ষার্থী, দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 30 March 2019

লালমনিরহাট হাসপাতালে শিক্ষার্থী, দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ। একুশে মিডিয়া


রেখা মনি, রংপুর:>>>
লালমনিরহাটের আদিতমারীতে শিক্ষকের বেদম বেত্রাঘাতে আহত হয়ে রাফি জিহাদ (১৪) নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এঘটনায় প্রধান শিক্ষকসহ দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে।
শনিবার (৩০ মার্চ) সকালে আদিতমারী থানায় অভিযোগটি করেন আহত শিক্ষার্থী রাফি জিহাদের(১৪) মা ফেন্সী বেগম।
এর আগে, বুধবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করে তার সহপাঠীরা।
রাফি জিহাদ উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের সাবেক ইউপি সদস্য একরামুল হক জাদুর ছেলে। সে স্থানীয় মহিষাশ্বহর উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
জানা গেছে, বিদ্যালয়টির সহকারী শিক্ষক নূর মোহাম্মদের ভাগিনা অষ্টম শ্রেণির ছাত্র আজিজুল ইসলাম বিদ্যালয়ের ক্লাস চলাকালীন বাকবিতণ্ডায় জড়ায় একই ক্লাসের শিক্ষার্থী রাফি জিহাদের সাথে। এ বিষয় নিয়ে বুধবার(২৭ মার্চ) বিদ্যালয়টির প্রতিষ্ঠান প্রধান আতাউর রহমান আজিজুলের অভিভাবককে নিয়ে বিদ্যালয়ে একতরফা বৈঠকে বসেন। বৈঠকে জিহাদকে ডেকে জোড়া বেত দিয়ে বেদম পেটান আতাউর রহমান।
এতে শিক্ষার্থী রাফি জিহাদ অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর নিজেদের দোষ ঢাকতে সাদা কাগজে রাফি জিহাদের সই নেন সহকারী শিক্ষক নুর মোহাম্মদ। অসুস্থ রাফি জিহাদকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় সহপাঠীরা আদিতমারী হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় শুক্রবার(২৯ মার্চ) রাতে আহত শিক্ষার্থী রাফি জিহাদের মা ফেন্সী বেগম বাদি হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও সহকারী শিক্ষক নুর মোহাম্মদের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিয়োগ দায়ের করেন।
আহত শিক্ষার্থীর মা ফেন্সী বেগম বার্তা২৪কে জানান, শিক্ষকদের বেদম বেত্রাঘাতে তার সন্তান হাসপাতালে চিকিৎসাধিন থাকলেও শিক্ষকরা তার খোঁজ খবর নিতে যাননি। বরংচ উল্টো বিভিন্ন দফতরে অনৈতিক যোগাযোগ করে তার সন্তানকে জোরপুর্বক বদলীর(টিসি) হুমকী দিচ্ছেন ওই দুই শিক্ষক।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা বার্তা২৪কে জানান, পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages