একুশে মিডিয়া পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি: সাজেদুল ইসলাম টিটু
উপজেলা
পরিষদ নির্বাচনে প্রথম ধাপে জয়পুরহাটের পাঁচটি উপজেলাতে আগামীকাল রবিবার
ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে জেলার পাঁচটি উপজেলাতে নির্বাচনের সকল
প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বাদে কাল ভোট,তবু কেন্দ্রে গিয়ে ভোট দিতে
আগ্রহ নেই ভোটারদের। ভোটের কোন ইমেজ লক্ষ্য করা যাচ্ছেনা এ উপজেলার
ভোটারদের মাঝে।
পাঁচবিবি
উপজেলার ভ্যান চালক আলতাব হোসেন ও মুদি দোকানদার শফিকুল ইসলাম বলেন,এমপির
ভোটের সময় আমরা ভোট দিতে গিয়ে দেখি আমাদেরর ভোট আগেই হয়ে গেছে। ভোট দিতে
পারিনি। গৃহিনী মেফতাহুন নাঈম বলেন,জাতীয় নির্বাচনে দুপুর ১২টায় ভোট দিতে
গিয়ে দেখি গেট বন্ধ। ভোটার লিষ্ট নাই। বাধ্য হয়ে ভোট না দিয়ে ফেরত এসেছি। এ
কারণে এবারের উপজেলা নির্বাচনে ভোটারদের মাঝে তেমন আগ্রহ লক্ষ্য করা
যাচ্ছেনা।
জয়পুরহাট জেলার
দুটি উপজেলাতে চেয়ারম্যান পদে কোন প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দিতায়
আগেই নির্বাচিত হয়েছে আওয়ামীলীগের মনোনিত দুজন প্রার্থী। তারা হলেন,জেলার
সদর উপজেলার এস,এম সোলায়মান আলী এবং পাঁচবিবি উপজেলায় মুনিরুল শহীদ মুন্না।
এ দুই উপজেলাতে ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রতিদ্বন্দিতা
করছেন।
এবারে পাঁচবিবিতে পাঁচজন ভাইস চেয়ারম্যান ও দুই জন মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে প্রতিদ্বন্দিতা হবে।
ভাইস
চেয়ারম্যান হচ্ছে,মোঃ মিজানুর রহমান মিজান (টিউবয়েল),মোঃ ফরহাদ আলম জুয়েল
(উড়োজাহাজ),মোঃ গোলাম আকবর (চশমা),মোঃ রাকিবুল ইসলাম রাকিব (তালা) ও সোহরাব
হোসেন মন্ডল (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি (ফ্যান) ও
নাসরিন আক্তার শিল্পি (কলস) প্রতীকে প্রতিদ্বন্দিতা করবেন।
উল্লেখ্য,প্রথম
ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ২৯ উপজেলায় চেয়ারম্যান,ভাইস
চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
এদের মধ্যে ১৬ জনই উপজেলা চেয়ারম্যান। এই নির্বাচনে জেলার পাঁচটি উপজেলাতে
বিএনপি সহ অন্যান্য দলের কোন প্রার্থী অংশগ্রহন করেননি।
পৌরসভা
ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত পাঁচবিবিবি উপজেলায় ১ লক্ষ ৭৯ হাজার ৭শ ১৭ জন
ভোটার রয়েছেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৯ হাজার ২শ ২৩ ও মহিলা ভোটার ৯০
হাজার ৪শ ৯৪ জন।
একুশে মিডিয়া/রোমান
No comments:
Post a Comment