একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) মহান স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ করে বিন¤্র শ্রদ্ধা জানিয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় প্রভাত ফেরী ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে তারা।
পুষ্পস্তবক অর্পণ শেষে ২৫শে মার্চের কালরাতে নির্মম হত্যাকা-ের শিকার সকল শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
‘রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক আহমেদ ফরিদের সঞ্চালনায় রুরু সভাপতি মর্তুজা নূর বলেন, ‘স্বাধীনতা দিবসের মমত্ব, স্বাধীনতা দিবস যে বার্তা বহন করে তা আমাদের উপলব্ধি করতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটি সুবর্ণ সময় হচ্ছে বর্তমান সময়। আমরা যদি এই আদর্শকে লালন করি, তাহলে স্বাধীনতাকে বিকৃত করার সাহস কেউ পাবে না। অনেকে যারা পুষ্পস্তক অর্পণ নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা দিচ্ছে, তারাও ভয় পাবে।
এ সময় সংগঠনটির উপদেষ্টা আলী ইউনুস হৃদয়, কোষাধ্যক্ষ আরাফাত রহমান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, প্রচার সম্পাদক ওয়াসিফ রিয়াদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment