আটোয়ারী থানার এ এস আই আতিকের বিদায়। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 13 March 2019

আটোয়ারী থানার এ এস আই আতিকের বিদায়। একুশে মিডিয়া


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি- নিতিশ চন্দ্র বর্মন (নিরব):>>>
আটোয়ারী থানার সৎ নির্ভিক, সাহসী চৌকশ  এস এস আই আতিকুল রহমান আতিক এর বিদায়ের ঘন্টা । জানাযায় পঞ্চগড় জেলায় সমস্ত অপরাধী ও শুত্রু মুক্ত করার শপত নিয়ে ২০১৬ ইং সালের ৩১ ডিসেম্বর আটোয়ারী থানায় যোগদান করেন এ এস আই আতিক ।
৬মাস  পঞ্চগড় সদরে অত্যন্ত ন্যায় নিষ্ঠার ও সত্যতার সাথে দায়িত্ব পালনের পর পোষ্টিং হয় আটোয়ারী থানাতে আটোয়ারী সাফল্য অর্জন ও কম নয়। দীর্ঘ ২ বছরের বেশি কাপিয়েছে আটোয়ারীকে অপরাধী ও শুত্রু মুক্ত নির্মূল সহ মাদক অন্যান্য অপরাধ ।
এ এস আই আতিকুল রহমান আতিক গরিব অসহায় মানুষের বড় ভরসার জায়গা ছিল এ এস আই আতিকুল রহমান আতিকের কর্মকান্ডে আটোয়ারী সুশীল সমাজ ও প্রশাসনের কর্মকর্তা গণের মাঝে স্বস্তিবোধ ফিরে এনে ছিল । এ এস আই আতিকুল রহমান আতিক ভারাক্রন্ত মনে বলেন,” আটোয়ারী আমার খুব প্রিয় জায়গা এখানে যে আমি চাকুরী করতাম তা কখনো মনে হয়নি। ভাবতাম নিজের বাড়ীতেই আছি আমার আটোয়ারী বাসী আমাকে যে, অকৃত্রিম ভালোবাসা দিয়েছে তা ভোলা যাবে না। চেষ্ঠা করেছি নিজের সেরাটা দিয়ে আটোয়ারীর জনগনের সেবা করতে । কতটুকু পেরেছি জানিনা ? তবে যদি সামান্যতম সেবা দেওয়ার মাধ্যমে কারো উপকার করতে পারি তাহলেই ভাবো আমি সার্থক। হ্যা তবে আমি থাকতে অনেকের অসুবিধা হয়েছে। আর আটোয়ারীর সর্বস্তরের মানুষ আমাকে যে সহযোগীতা করেছে তা এক কথায় অতুলীয় । আর একজন পুলিশ হিসাবে আপনাদের কাছে থেকে এই সহযোগিতা পেয়ে আমি মানতে বাধ্য হয়েছি পুলিশ জনগনের বন্ধু হতে পারে। আমার নতুন পোষ্টিং কুড়িগ্রাম জেলায়। আমাকে জনস্বার্থে বদলী করা হয়েছে। এদিকে এ এস আই আতিকুল রহমান আতিক বদলির খবরে সামাজিক দ্রুততম মাধ্যমে ফেজবুকে ক্ষেভ দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন মহল।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages