আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি- নিতিশ চন্দ্র বর্মন (নিরব):
“নিরাপদ মান সম্মত পন্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বিশ^ ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ^ ভোক্তা অধিকার দিবসের উপর গুরুতারোপ করে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী রায়, অন্যান্যদের মধ্যে আটোয়ারীর ফকিরগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জামিলুর রেজা মানিক, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি এ রায়হান চৌধূরী রকি প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে সনদ, ক্রেষ্ট, নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে সনদ, ক্রেষ্ট, নগদ ৪ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারীকে সনদ, ক্রেষ্ট, নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।
একুশে মিডিয়া/এসইউ
No comments:
Post a Comment