ঝিনাইদহ প্রতিনিধি :>>>
কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ঝিনাইদহে পুলিশ মোমোরিয়াল ডে পালিত হয়েছে। গত শুক্রবার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ মাঠে নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত তোরণে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (সদর) আল মামুন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকতা মিজানুর রহমান খাঁনসহ পুলিশ কর্মকর্তা ও নিহত পুলিশ সদস্যদের স্বজনরা উপস্থিত ছিলেন।
পুষ্পমাল্য অর্পণ শেষে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন সময় ঝিনাইদহ জেলায় দায়িত্ব পালনরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের স্বজনদের হাতে উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার
No comments:
Post a Comment